স্পেনে গ্যাস বিস্ফোরণে আহত অন্তত ৯০

nonameস্পেনের দক্ষিণাঞ্চলীয় নগরী মালাগার কাছে একটি শক্তিশালী বিস্ফোরণে ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গ্যাসের লাইন ফুটো হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভেলেজ-মালাগা শহরের লা বোহেমিয়া ক্যাফেতে অনুষ্ঠান চলাকালে এ বিস্ফোরণ ঘটে। রবিবার দেশটির কর্মকর্তারা এ বিস্ফোরণ ও লোকজনের আহত হওয়ার খবর নিশ্চিত করেন।

বিস্ফোরণে ক্যাফেটির মারাত্মক ক্ষতি হয়েছে। এ সময় ক্যাফের ধ্বংসস্তুপ রাস্তায় এসে পড়ে।

স্থানীয় পত্রিকা লা ওপিনিয়ন ডি মালাগা জানিয়েছে, বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে ক্যাফের শেফ সতর্ক করেছিলেন।

স্প্যানিশ ভাষায় প্রকাশিত পত্রিকাটি আরও জানায়, আহতদের সংখ্যা এতো বেশি ছিল যে স্থানীয় অ্যাম্বুলেন্সগুলো কুলিয়ে উঠতে পারছিল না। তাই পুলিশের গাড়িতে করেও আহতদের হাসপাতালে পাঠানো হয়।

/এমপি/