ভারতীয় অনুষ্ঠান প্রচার করলে পাকিস্তানি চ্যানেল নিষিদ্ধ!

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) জানিয়েছে, যদি কোনও পাকিস্তানি সম্প্রচার মাধ্যম ভারতীয় অনুষ্ঠান প্রচার করে, তাহলে বিনা নোটিশেই তারা ওই সম্প্রচার বন্ধ করে দেবে।
মঙ্গলবার (৪ অক্টোবর) পাকিস্তানের ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটির চেয়ারম্যান আবসার আলম যে কোনও সম্প্রচার মাধ্যমের লাইসেন্স কোনও অগ্রিম নোটিশ না দিয়েই বাতিল করতে পারবেন।
ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতির পর সোমবার পেমরা দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে সম্প্রচার মাধ্যমে ভারতীয় অনুষ্ঠান প্রচার বন্ধের আবেদন করে। এরই ফলশ্রুতিতে পাকিস্তানি সম্প্রচার মাধ্যমে ভারতীয় অনুষ্ঠান প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে পাকিস্তানি সম্প্রচার মাধ্যমকে ২৪ ঘন্টার অনুষ্ঠানের মধ্যে ছয় শতাংশ ভারতীয় অনুষ্ঠান প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল।

নতুন ঘোষণা অনুযায়ী, কোনও পাকিস্তানি টেলিভিশন, এফএম চ্যানেল বা কেবল অপারেটর কোনও ভারতীয় অনুষ্ঠান প্রচার করতে পারবে না। আর তা শক্তভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

রাওয়ালপিণ্ডির এক দোকানে ভারত-পাকিস্তানের খেলা দেখছেন দর্শকরা

পেমরা জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সম্প্রচার মাধ্যমে পাকিস্তানি অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ভারতে কাজ করা পাকিস্তানি শিল্পীদের হুমকি ও হেনস্তা করা হচ্ছে। এর প্রতিবাদ হিসেবেই পেমরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/এসএ/