হারিকেন ম্যাথিউর আঘাতে বিধ্বস্ত হাইতি ও ডমিনিকান রিপাবলিক, নিহত ৬

উত্তাল সাগরশক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ’ ক্যারিবীয় দেশ হাইতি ও ডমিনিকাল রিপাবলিকে আছড়ে পড়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৪৫ কিলোমিটার। প্রাথমিকভাবে অন্তত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার কিউবা অভিমুখে যাওয়ার সময় ম্যাথিউ হাইতি ও ডমিনিকান রিপাবলিকে সজোরে আঘাত করে। ঝড়টিকে তার তীব্রতা অনুযায়ী ‘ক্যাটাগরি ৪’ বলে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও উপকূলীয় এলাকার বহু বাড়ি, গীর্জা এবং স্কুল এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
হাইতির নাগরিক সুরক্ষা সেবার পক্ষ থেকে বলা হয়েছে, পোর্ট সালুতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অসুস্থতার জন্য ওই ব্যক্তি আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি। অপর এক জেলেও নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে আঘাত করার সময় ঝড়টির বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় ১৪৫ কিলোমিটার।
হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক ম্যারি আলটা জ্যঁ-ব্যাপ্টিস্তে মার্কিন বার্তা সংস্থা এপি-কে বলেন, ‘এখনই ক্ষয়ক্ষতির সব হিসাব পাওয়া যাবে না। দক্ষিণে ব্যাপক ধ্বংসের খবর জানা যাচ্ছে।’

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড-এর প্রসপারি রেমন্ড জানিয়েছেন হাইতিতে তিন থেকে পাঁচজন মানুষ নিহত হয়েছেন। আর ডমিনিকান রিপাবলিকে তিন শিশু নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। তবে কর্তৃপক্ষ এখনও তাদের মৃতুর খবর নিশ্চিত করেনি বলেও তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/