কাশ্মির সীমান্তের গোলাগুলিতে ভারতীয় সাংবাদিক আহত

কাশ্মিরে অব্যাহত রয়েছে ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ। এরই মধ্যে বুধবার পাকিস্তানি মর্টারের আঘাতে আহত হয়েছেন এক ভারতীয় সাংবাদিক।

নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী

বুধবার কাশ্মিরের রাজৌরি, পুঞ্জ এবং কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান উভয় পক্ষ থেকেই ভারী গোলাগুলি হয়েছে। অটোম্যাটিক সমরাস্ত্র ও মর্টার হামলা চালায় উভয় পক্ষ।

জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীশ মেহতা ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেন, পাকিস্তানের পক্ষ থেকে হামলা চালানোর পরই ভারতীয় পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়। উভয় পক্ষ থেকেই গোলাগুলি চলছিল বলেও তিনি নিশ্চিত করেন। পাকিস্তানি পক্ষ থেকে সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক গ্রামেও গুলি ও মর্টার শেল নিক্ষেপ করা হয় বলে তিনি অভিযোগ করেন।   

রাজৌরি জেলার নওশেরা সেক্টরের কালসিয়ান গ্রামে ভারতীয় টেলিভিশন সাংবাদিক শক্তি শর্মা পাকিস্তানের মর্টারের আঘাতে আহত হন বলে জানিয়েছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। শেলটি শক্তি শর্মার খুবই কাছেই বিস্ফোরিত হয়। তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।

এদিকে, শোপিয়ান জেলায় জম্মু-কাশ্মিরে ক্ষমতাসীন পিডিপি-র বিধায়ক মোহাম্মদ ইউসুফ ভাটের ওপর গ্রেনেড হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে তিনি তাতে আহত হননি। পুলিশ জানিয়েছে, গত দুই মাসের মধ্যে এটি তার ওপর দ্বিতীয় হামলা।

কাশ্মিরে চলমান অস্থিরতার জন্য স্বাধীনতার দাবি আন্দোলনরত সংগঠনগুলোর জোট হুরিয়ত কনফারেন্স তাদের লাগাতার হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই হরতালের মেয়াদ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/বিএ/