ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত উপস্থাপক বিলি বুশ

বিলি বুশযুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি টেলিভিশনের ‘টুডে’ শো থেকে জনপ্রিয় উপস্থাপক বিলি বুশকে বরখাস্ত করা হয়েছে। ২০০৫ সালে নারীদের নিয়ে ট্রাম্পের একটি আপত্তিকর কথোপকথনের ঘটনা সম্প্রতি ছড়িয়ে পড়ার ঘটনায় এ ব্যবস্থা নেয় টিভি চ্যানেলটি। ‘অ্যাকসেস হলিউড’ নামের একটি টিভি অনুষ্ঠানের জন্য বিলি বুশের সঙ্গে কথা বলার সময়েই ওইসব মন্তব্য করেছিলেন ট্রাম্প। এক প্রতিবেদনে বিলি বুশকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্তের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিলি বুশ সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিবারের একজন সদস্য। তিনি জেব বুশের কাজিন।

ওই কথোপকথন ফাঁস হওয়ার পরপরই অবশ্য বিষয়টি নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন উপস্থাপক বিলি বুশ। তিনি বলেন, ভিডিও’র এই বিষয়বস্তুর জন্য তিনি অস্বস্তি ও লজ্জাবোধ করছেন। এর কোনও অজুহাত হয় না। ১১ বছর আগে তার বয়স আরও কম ছিল। তিনি অপরিণত ছিলেন। পুরো বিষয়টির জন্য তিনি দুঃখিত।

টুডে শো’র ভারপ্রাপ্ত নির্বাহী নোয়াহ ওপেনহেইম এক লিখিত চিঠিতে তার কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে তিনি লিখেছেন, ওই টেপে বিলি’র যে ভাষা ও আচরণ ফুটে উঠেছে তার কোনও অজুহাত থাকতে পারে না। এনবিসি কর্তৃপক্ষ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।

নারীদের ব্যাপারে চরম অশ্লীল ও কুৎসিত মন্তব্যসংবলিত ডোনাল্ড ট্রাম্পের ওই কথোপকথন এরইমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ফাঁস হওয়া তিন মিনিটের ওই কথোপকথনে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমি সুন্দরী মেয়ে দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। একদম চুম্বকের মতো, বিন্দুমাত্র অপেক্ষা করি না। তুমি যদি স্টার হও, যা খুশি করতে পারো। মেয়েদের গায়ে হাত দিয়ে তাদের কাছে টানতে পারো।’

একজন বিবাহিত নারী প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অনেক চেষ্টা করেও তিনি সফল হননি। এনবিসি টেলিভিশনের ওই অনুষ্ঠান রেকর্ড করার জন্য ট্রাম্প বাসে করে আসছিলেন। তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল এক তরুণী। মেয়েটিকে দেখেই ট্রাম্প বলে ওঠেন, ‘দাঁড়াও, গোটা কয় টিকট্যাক (অতি ক্ষুদ্র লজেন্স) খেয়ে নিই। আবার যদি চুমু খেতে হয়।’

ভিডিওটি ধারণ করার সময় ডোনাল্ড ট্রাম্পের বয়স ছিল ৫৯। তিন সন্তানের জনক ট্রাম্প এর মাত্র কয়েক মাস আগে তৃতীয়বারের মতো বিয়ে করেছিলেন। ভিডিওটিতে স্ত্রীর কথা উল্লেখ করে তাকে বলতে শোনা যায়, মেলানিয়া তাঁর এই জাতীয় কাজকর্ম অনুমোদন করেন।

/এমপি/