ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় চীনকে ঘিরে ফেলবে যুক্তরাষ্ট্র: হিলারি

হিলারি ক্লিনটনযুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমের লাগাম টেনে ধরতে আরও সক্রিয় হোক চীন। আর সেটা না হলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয়ে দেশটিকে ঘিরে ফেলবে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সংস্থা গোল্ডম্যান স্যাকসে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর তিনি ওই বক্তব্য দেন। ফাঁস হওয়া এক ইমেইল-এর বরাত দিয়ে হিলারির এমন বক্তব্য প্রকাশ করেছে উইকিলিকস।

হিলারির নির্বাচনি প্রচার শিবিরের চেয়ারম‌্যানের ব‌্যক্তিগত ইমেইল হ্যাকের পর সেখানে হিলারির এমন বক্তব্য পাওয়া গেছে। ওই ইমেইলের বিষয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে যোগাযোগ করেন সংবাদকর্মীরা। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ পররাষ্ট্র দফতর। তবে একজন কর্মকর্তা বলেছেন, কূটনৈতিক বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা তাদের নীতির মধ‌্যে পড়ে না।

ফাঁস হওয়া ইমেইল অনুযায়ী, হিলারি বলেছেন, ‘চীনকে এই বার্তা দেওয়া হয়েছে যে, তুমি তাদের (উত্তর কোরিয়া) নিয়ন্ত্রণ কর। আর সেটা যদি না হয় তাহলে আমরা তাদের থেকে নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি।’

গতবছর নির্বাচনি প্রচারণায়ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য চুরির অভিযোগ আনেন হিলারি। ২০১৫ সালের জুলাইয়ে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক নির্বাচনি প্রচারাভিযানে হিলারি ক্লিনটন অভিযোগ করেন, তার দেশের বাণিজ্যিক ও রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করছে চীন।

হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের কাছ থেকে গোপন তথ্য চুরি করছে চীন। এভাবে তারা যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সরকারি তথ্য সংগ্রহ করে সুবিধা নিতে চাইছে।

সাবেক এ মার্কিন ফার্স্ট লেডি হিলারি আরও বলেন, তিনি চীনের শান্তিপূর্ণ উত্থান দেখতে চান। কিন্তু যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ‘সম্পূর্ণ সজাগ’ থাকতে হবে। চীনের সামরিক বাহিনী দ্রুত শক্তিশালী হচ্ছে। তবে দেশটির কিছু কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ দেশগুলো হুমকির মুখোমুখি হচ্ছে।

সরকারি তথ্য-উপাত্ত চুরির ঘটনায় চীনের বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযোগ করেন মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, যুক্তরাষ্ট্র সরকারের বহু কম্পিউটারে অনধিকার প্রবেশ (হ্যাক) করে প্রায় ৪০ লাখ কর্মীর তথ্য চুরি করা হয়েছে।

/এমপি/