প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে নরেন্দ্র মোদির টুইট

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিগোয়ায় আয়োজিত ব্রিকস-বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করায় তাকে স্বাগত জানিয়ে বাংলা ও ইংরেজীতে দুটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রী টুইটগুলো করেন।
টুইটে মোদি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’
ইংরেজীতে করা টুইটেও একই কথাই বলেছেন তিনি।
মোদির টুইটব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রবিবার (১৬ অক্টোবর) সকালে ভারতের গোয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ১৫মিনিটে (ভারতীয় সময়) গোয়া নেভাল বেইজ এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী এম জে আকবর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অ্যালিনা সালদানহা, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ বিকালে বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।
শনিবার থেকে শুরু হওয়া ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় দুই দিনব্যাপী এই সম্মেলনের থিম হচ্ছে- ‘ব্রিকস-বিমসটেক : একটি অংশীদারিত্বের সুযোগ’।

শীর্ষ সম্মেলনের ফাঁকে রবিবার রাতে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে দেশে ফিরবেন। সূত্র: নরেন্দ্র মোদির টুইট, বাসস

/এফইউ/