ব্রিকস নেতাদের গায়ে শোভা পেল ‘মোদি জ্যাকেট’

ব্রিকস নেতারাশনিবার দিনভর ভারতের গোয়ায় ব্রিকস সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলেন পাঁচ দেশের প্রধানরা। বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর আসলো নৈশভোজের সময়। হোটেল তাজ এক্সোটিকাতে ভোজনের আয়োজন করা হয়। দিনভর ব্রিকসের নেতাদের মধ্যে বিভিন্ন মতৈক্য আর মতানৈক্যের মিশেল দেখা গেলেও নৈশভোজে সবাই হাজির হলেন একই রকম করে। তাদের সবার পরনে ছিল রঙিন ‘ভারতীয় জ্যাকেট’ যা এখন ‘মোদি জ্যাকেট’ নামেই বেশি পরিচিত।
শনিবার ওই নৈশভোজে অংশ নেওয়া ব্রিকস নেতারা হলেন- আফ্রিকান প্রেসিডেন্ট জ্যাকব জুমা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার এবং ভারতীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। নৈশভোজে নরেন্দ্র মোদি তো বটেই, ভ্লাদিমির পুতিন, শি জিনপিংরাও পরেছেন একইধরনের জ্যাকেট। লাল, নীল রঙিন সব জ্যাকেটে মুহূর্তে রঙিন হয়ে ওঠে ব্রিকসের গুরুগম্ভীর মঞ্চ।
পরে টুইটারে মোদি নিজেই এ পাঁচ নেতার একটি ছবি পোস্ট করেছেন। অবশ্য সেখানে ওই জ্যাকেটগুলোকে ভারতীয় জ্যাকেট হিসেবেই উল্লেখ করেন তিনি। টুইটারে মোদি লিখেছেন- ‘ব্রিকস#২০১৬-তে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধানরা যা পরে আছেন তাকে অনেকেই ‘ইন্ডিয়ান জ্যাকেট’ বলে ডেকে থাকে’। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড
/এফইউ/