হত্যার দায়ে এক সৌদি রাজপুত্রের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি রাজপরিবারের কারও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরলসৌদি আরবের রিয়াদে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে সৌদি আরবের এক রাজপুত্রের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিন বছর আগে রিয়াদে ওই ব্যক্তির সঙ্গে বিবাদের এক পর্যায়ে সৌদি প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবির তাকে গুলি করে হত্যা করেছিলেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি নিশ্চিত করেছে। তবে কিভাবে তার দণ্ড কার্যকর করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। অবশ্য, সৌদি আরবে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বদেশীকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছিলেন প্রিন্স। তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ঘোষণা করে মন্ত্রণালয়টির বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার নিরাপত্তা বজায় রাখা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে চায়।’
ফরাসি বার্তা সংস্থা এএফপির হিসেব অনুযায়ী এ বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা ১৩৪তম ব্যক্তি হলেন প্রিন্স তুর্কি।
আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, নিহতের পরিবার ‘ব্লাড মানি’ অর্থাৎ ‘রক্তের বদলে ক্ষতিপূরণ’ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছিল।
সৌদি রাজ পরিবারের কারো মৃত্যুদণ্ড কার্যকর করা একটি বিরল ঘটনা।মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া সৌদি রাজপরিবারের সদস্যদের মধ্যে প্রিন্স ফয়সাল বিন মুসাইদ আল সৌদের ঘটনাটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। ১৯৭৫ সালে তিনি তার চাচা বাদশা ফয়সালকে গুলি করে হত্যা করেছিলেন।
সৌদি আরবে মৃত্যুদণ্ড প্রাপ্তদের অধিকাংশই হত্যাকাণ্ড কিংবা মাদক পাচারের দায়ে দণ্ডিত হয়ে থাকেন। তবে চলতি বছরের জানুয়ারিতে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে শিয়া সম্প্রদায়ের নেতা নিমর আল নিমরসহ একদিনে প্রায় ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 

/এফইউ/