জঙ্গি সন্দেহে কাশ্মিরের বারামুল্লায় আটক ৪৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লা জেলায় জঙ্গি সন্দেহে ৪৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান

সোমবার উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার পুরাতন শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই ৪৪ জনকে আটক করে। সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ এবং পুলিশের সমন্বয়ে চালানো ওই অভিযানে পেট্রোল বোমা, চীনা ও পাকিস্তানি পতাকা, লস্কর-ই-তৈয়বা ও জয়েশ-ই-মোহাম্মদের দলিল-পত্র, অবৈধ মোবাইল ফোন এবং অন্যান্য ‘রাষ্ট্রদ্রোহী’ তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল মনীষ কুমার জানিয়েছেন।

১০টি আবাসিক এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানাও ধ্বংস করা হয়েছে বলেও মনীষ কুমার জানান।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে ভারতী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১টার দিকে যৌথ বাহিনী পুরনো শহরে প্রবেশ করে। স্থানীয় লোকজনকে বাড়িতে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়। এরপরই চলে বাড়ি বাড়ি তল্লাশি।

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান

এক স্থানীয় অধিবাসী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িয়ে ঢুকে তরুণদের ডেকে ডেকে দেখছিল, তাদের শরীরে পেলেট গানের ক্ষত রয়েছে কিনা। যাদের শরীরে আঘাত পেয়েছে, তাদেরই আটক করা হয়েছে। গত এক দশকের মধ্যে বারামুল্লা জেলায় এটাই সবচেয়ে বড় মাপের অভিযান।

তবে পুলিশের দাবি, জঙ্গিদের ধরতেই এই অভিযান চালানো হয়। জেলার এসএসপি ইমতিয়াজ হুসেইন মীর বলেন, ‘আমাদের কাছে ওই এলাকায় জঙ্গি উপস্থিতির তথ্য রয়েছে।’ ওই অভিযানটিকে জঙ্গি-বিরোধী অভিযান বলে উল্লেখ করে তিনি দাবি করেন, ‘ওই এলাকা থেকে কয়েকজন শরণার্থী জয়েশ-ই-মোহাম্মদ জঙ্গিকে আটক করা হয়েছে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/