উত্তর কোরিয়ার আরও একটি ‘ব্যর্থ’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়ার আরও একটি মাঝারি পাল্লার ‘মুসুদান’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘ব্যর্থ’ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয় বলে দাবি করেছে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইউএস স্ট্র্যাটেজিক কমান্ড এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।  

উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং নগরীর একটি বিমান ঘাঁটির কাছ থেকে বৃহস্পতিবার মুসুদান ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এর আগে গত শনিবার একই স্থান থেকে আরেকটি ‘ব্যর্থ’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র এশিয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পদক্ষেপ নিতে একমত হওয়ার কথা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এই পরীক্ষা চালানো হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা উত্তর কোরিয়ার এমন উস্কানিমূলক অবৈধ কাজের তীব্র নিন্দা জানাই।’

জাপান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, তারা তাদের বেইজিং দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।

মুসুদান ক্ষেপণাস্ত্র এমনভাবে নকশা করা হয়েছে, যেন তা তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে সক্ষম। গত সাত মাসে এটি এই ক্ষেপণাস্ত্রের অষ্টম পরীক্ষা।

সূত্র: রয়টার্স।

/এসএ/