স্তন ক্যান্সার সচেতনতা ভিডিও সরিয়ে ক্ষমাপ্রার্থনা ফেসবুকের

_92005397_cancer3

স্তন ক্যান্সারের সচেতনতামূলক একটি ভিডিও অপসারণ করে পরে সেজন্য ক্ষমাপ্রার্থনা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।সুইডিশ এক দল স্তন ক্যান্সারের সচেতনতামূলক এই অ্যানিমেটেড ভিডিওটি প্রকাশ করেছিলো।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলক্রমে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।

ওই ভিডিওতে অ্যানিমেটেড নারীদের দিয়ে দেখানো হয়, কী করে স্তনে সন্দেহজনক কোন পিণ্ড রয়েছে কিনা। এতে গোলাপি বৃত্ত দিয়ে নারীর স্তন বোঝানো হয়। ভিডিওর ওই ছবি সামাজিক মাধ্যমের পরিসরে অনেকের কাছেই ‘আপত্তিকর’ ঠেকেছে বলেও অভিযোগ রয়েছে।

স্তন ক্যান্সারের ওই ভিডিওটি সম্পর্কে ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, পরে ওই ভিডিওটিকে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের কর্মীরা প্রতি সপ্তাহে হাজার হাজার বিজ্ঞাপন প্রক্রিয়া করে থাকে। এর মধ্যে ভুলক্রমে কিছু বিজ্ঞাপন বাতিল হয়ে যেতে পারে। এই ভিডিওটি আমাদের বিজ্ঞাপন নীতির পরিপন্থী হয়নি। আমরা ক্ষমা চাইছি ও তাদের জানাতে চাইছি যে বিজ্ঞাপনটি আমরা অনুমোদন করেছি।’

উল্লেখ্য, কয়েক মাস আগে ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত স্থিরচিত্র ‘নাপাম গার্ল’ ফেসবুকের একটি পোস্ট থেকে সরিয়ে দিতে বলায় ব্যাপক সমালোচনার শিকার হয় ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

/ইউআর/