সাইবেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৯, জীবিত উদ্ধার ৩ জন



nonameসাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্তকারী কমিটি। এ ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।
তদন্ত কমিটির বরাত দিয়ে আলজাজিরার ওই খবরে বলা হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় ২টা থেকে ৩টার মধ্যে সাইবেরিয়ার নোভি উরেনগয় শহরের কাছে ২২ আরোহীসহ একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তদন্তকারীরা জানিয়েছেন, সাইবেরিয়ার ক্রাশনোয়ার্স্ক এলাকা থেকে উরেনগয় যাচ্ছিল হেলিকপ্টারটি। উরেনগয় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটেছে, এমন খবর পাওয়ার কথা জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তথ্যেট ঘটনাস্থলেই ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।’ দুর্ঘটনাস্থলে পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা হেলিকপ্টারটির ভগ্নাবশেষ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করে নোভি উরেনগয়ের একটি হাসপাতালে ‍ভর্তি করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। ঘন কুঁয়াশার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলেও জানিয়েছে তারা।
উল্লেখ্য, গত বছর সাইবেরিয়ার ইগারকা টাউনের কাছে একই ধরনের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিলেন।
/বিএ/