কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের মৃত্যু

কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বিএসএফ জওয়ান মারা গেছেন। ২৬ বছর বয়সী ওই বিএসএফ সদস্যের নাম গুরনাম সিং।

গুরনাম সিং

শুক্রবার কাশ্মিরের কঠুয়া জেলার সীমান্তে ভারত-পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এ সময় গুরনাম সিং ওই সীমান্তে টহলরত ছিলেন। সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে গুরনাম মৃত্যুবরণ করেন।

ভারতের দাবি, পাকিস্তানের পক্ষ থেকে স্নাইপার দিয়ে গুরনামকে গুলি করা হয় এবং পরে ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি রেঞ্জার এবং এক জঙ্গি নিহত হয়। তবে ভারতের ওই দাবি প্রথম থেকেই নাকচ করেছে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/