ইতালিতে দুই দফা ভূমিকম্প

ভূমিকম্পইতালিতে বুধবার দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী রোমসহ ঐতিহ্যের সাক্ষী একাধিক প্রাচীন শহর। প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় রাত ৭টা ১০ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইতালির রাজধানী রোম থেকে ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত পেরুজিয়া শহর। এর দুই ঘণ্টা পরই দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর পক্ষ থেকে দুই ঘণ্টার ব্যবধানে মধ্য ইতালিতে দুইবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুই ভূমিকম্পে লোকজন আহত হলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

ইতালির সিভিল প্রটেক্টশন প্রধান ফেব্রিজিও কুরসিও বলেন, দুই ভূমিকম্পে মাত্র একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুরাতন বিভিন্ন স্থাপনায় ফাটল ও ধসে পড়েছে বলে শোনা যাচ্ছে।

ভূমিকম্পের পর বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। আতঙ্ক গ্রাস করে তাদের। সামান্য ফাটল ধরেছে বিভিন্ন শহরের প্রাচীন সৌধগুলোতে।

টুইটারে দেওয়া এক পোস্টে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি লিখেছেন, ‘যারা ভূমিকম্প কবলিত এলাকায় বৃষ্টির মধ্যে কাজ করছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাতে চাই। ক্ষতিগ্রস্ত সব ইতালীয় নাগরিকের প্রতি ভালোবাসা ও সমবেদনা।’

ইতালিতে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে চলতি বছরের ২৪ আগস্ট। ওই ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: বিবিসি, রয়টার্স, সিএনএন।

/এমপি/