অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশি যুবক গ্রেফতার

pipes

সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি যুবক। পানির পাইপ লাইন ধরে সিঙ্গাপুর ত্যাগ করার পরিকল্পনায় তাকে সাহায্য করতে গিয়ে আটক হয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক।

উডল্যান্ড চেকপয়েন্টের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটি(আইসিএ) এবং পুলিশ কোস্টগার্ড কর্মকর্তারা জানান, মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১১ টা ২০ নাগাদ ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়।আইসিএ এবং কোস্টগার্ড কর্মকর্তারা পানির পাইপ লাইনের নিচে খুঁজে পায় তাকে।

সূত্র জানায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কিছুদিন সিঙ্গাপুরে ছিলেন ওই যুবক। এরপর তিনি অবৈধভাবে মালয়েশিয়া চলে যাওয়ার পরিকল্পনা করেন।

সূত্র আরও জানায়, অবৈধ বসবাস ও সীমান্ত পেরোনোর চেষ্টা করার অপরাধে তার ছয় মাস থেকে ২৪ মাস পর্যন্ত কারাদণ্ড এবং সঙ্গে অর্থদণ্ডও হতে পারে।

সূত্র: মালয়মেইল অনলাইন, দ্য স্টেটসম্যান সিঙ্গাপুর

/ইউআর/