শাখারভ পুরস্কার জিতলেন দুই ইয়াজিদি নারী

20161025PHT48768_original

ইসলামিক স্টেটের কবলে পড়ে যৌন দাসত্বের শিকার হওয়া ও বন্দিদশা থেকে পালিয়ে আসা দুই ইয়াজিদি নারী মানবাধিকার বিষয়ক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।

ইসলামিক স্টেটের হাতে আটককৃত হাজার হাজার ইয়াজিদি নারীর মধ্যে দুইজন নাদিয়া মুরাদ বাসি এবং লামিয়া আজি বাশার ২০১৬ সালের শাখারভ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সোভিয়েত বিজ্ঞানী অ্যান্দ্রেই শাখারভের সম্মানে প্রতি বছর চিন্তার স্বাধীনতা বিষয়ক এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

ইউরোপীয় পার্লামেন্টের উদারপন্থী এএলডিইর প্রধান গাই ভেরফস্টেড বলেন, ‘অমানবিক নিষ্ঠুরতার বিপরীতে অবিশ্বাস্য সাহস দেখানোর জন্য এই দুই নারীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের জন্য অত্যন্ত গর্বিত বোধ করছি।’

নাদিয়া ও লামিয়া উভয়েই ইসলামিক স্টেট সদস্যদের দ্বারা প্রহৃত, ধর্ষিত ও নিপীড়িত হন, কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসের সঙ্গে পালিয়ে আসতে সক্ষম হন।

প্রসঙ্গত, গত বছর সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়িকে এই পুরস্কার দেওয়া হয়। তিনি বর্তমানে ‘ইসলাম অবমাননা’র দায়ে দশ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সূত্র: বিবিসি

/ইউআর/