অস্ট্রেলিয়ায় বাসচালককে পুড়িয়ে খুন

মনমীত আলিশারঅস্ট্রেলিয়ার ব্রিসবন নগরীতে শুক্রবার সহযাত্রীদের সামনেই বাসচালককে পুড়িয়ে খুন করেছে এক ব্যক্তি। চালকের শরীরে দাহ্য তরল পদার্থ ঢেলে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। খুনি আগে থেকেই বাসটির জন্য ফুটপাতে অপেক্ষমান ছিল। হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

২৯ বছর বয়সী এ চালককে হত্যা করার কারণ জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে তার নাম মনমীত আলিশার বলে উল্লেখ করা হয়। ভারতীয় বংশোদ্ভূত একজন অভিবাসী হিসেবে তিনি দেশটিতে বসবাস করছিলেন।

পুলিশ সুপারিনটেনডেন্ট জিম কিওঘ সাংবাদিকদের বলেন, মরকার উপকণ্ঠে এ ভয়ঙ্কর ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ায় এমন ঘটনা বিরল। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।

এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জিম কিওঘ জানান, এ সময় ওই বাসে বেশ কিছু যাত্রীও ছিলেন। তবে চালকের শরীরে দাহ্য পদার্থ ঢেলে দেওয়া হলেও সৌভাগ্যবশত পুরো বাসে তা ছড়িয়ে পড়েনি।

/এমপি/