ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

ইয়েমেনের হুথি বিদ্রোহী প্রশাসনের অধীনস্থ হুদেইদাহ নগরীতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করেছেন।

সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেন

শনিবার সৌদি যুদ্ধবিমান থেকে হুথি নিয়ন্ত্রিত হুদেইদাহ নগরীর জায়দিয়া জেলার একটি কারাগারে তিনবার হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ, নিকটাত্মীয় এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স হামলার তথ্য নিশ্চিত করেছে।

হামলায় কয়েদি এবং কারারক্ষীসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। এতে বেশ কয়েকজন আহন হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

হামলা চালানোর সময় ওই কারাগারে ৮৪ জন অভিযুক্ত ও কয়েদি কারাবান্দি ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত বছর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি বিদ্রোহীদের নির্মূল করতে চায়। সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।

সূত্র: রয়টার্স, আনাদোলু।

/এসএ/বিএ/