জর্ডানে বিমানঘাঁটিতে দুই মার্কিন সেনা প্রশিক্ষক নিহত

_92273288_mediaitem92273287

জর্ডানের এক বিমান ঘাঁটিতে বন্দুকযুদ্ধে দুই মার্কিন সেনা প্রশিক্ষক নিহত হয়েছেন। জর্ডান সেনা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওই দুই সেনা প্রশিক্ষক যে গাড়িতে ছিলেন তা বিমানঘাঁটির প্রবেশ মুখে থামতে ব্যর্থ হয় ও জর্ডান সেনাবাহিনীর গুলিতে দুজনেই নিহত হন। সেনা বাহিনী এক বিবৃতিতে এ কথা জানায়।

জর্ডানের দক্ষিণাঞ্চলে আল জাফর এলাকায় প্রিন্স ফয়সাল বিমানঘাঁটিতে এই বন্দুকযুদ্ধ ঘটে।  

প্রতিবেদনে বলা হয় এতে আরও অন্তত একজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘দুই প্রশিক্ষকের ওই গাড়ি বিনা অনুমতিতে বিমানঘাঁটিতে প্রবেশ করার চেষ্টা করলে বন্দুকযুদ্ধ শুরু হয় ও তারা দুইজনই নিহত হন।’  

আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।   

জর্ডান যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ইসলামিক স্টেট বিরোধী যৌথ বাহিনীর সদস্য হিসেবে ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত রয়েছে জর্ডান।   

মার্কিন বাহিনী সিরিয়ার একটি ছোট বিদ্রোহী দলকে ও ইরাকি ও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে।

সূত্র: বিবিসি

/ইউআর/