হিলারির ই-মেইলে অপরাধমূলক কিছু পাওয়া যায়নি: এফবিআই

হিলারি ক্লিনটনমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুতে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর তদন্ত সম্পন্ন হয়েছে। ওই তদন্তের ভিত্তিতে রবিবার কংগ্রেস সদস্যদের প্রতি লেখা এক চিঠিতে এফবিআই-এর পরিচালক জেমস কোমি জানান, তদন্ত করে হিলারি ক্লিনটনের ই-মেইলে অপরাধমূলক বা বেআইনি কিছু পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

৮ নভেম্বরের নির্বাচনের মাত্র দুই দিন আগে এফবিআই প্রধান এ ঘোষণা দিলেন। তিনি বলেন, ‘হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার কাছে আসা এবং তার পাঠানো সব ই–মেইল আমরা তদন্ত করেছি। গত জুলাইয়ে হিলারি ক্লিনটনের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত আমরা পরিবর্তন করছি না।’

উল্লেখ্য, গত জুলাইয়ে ই-মেইল ইস্যুতে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নেয় এফবিআই। ওই সময় এফবিআই প্রধান বলেছিলেন, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ব্যক্তিগত ই-মেইল সার্ভারে স্পর্শকাতর জিনিসপত্র রাখার ক্ষেত্রে অসতর্ক থাকলেও এর মাধ্যমে তিনি কোনও অপরাধমূলক কাজ করেননি।

এদিকে এফবিআই-এর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির। হিলারির প্রচারণা শিবিরের যোগাযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি বলেন, ‘তদন্তে তিনি যা পেয়েছেন, তাতে আমরা আনন্দিত। আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম যে, তিনি তদন্ত করে এটাই পাবেন। আমরা আনন্দিত যে, এ বিষয়ের একটা সমাধান হয়েছে।’

অন্যদিকে এফবিআই-এর এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত  করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। তাদের দাবি, ব্যাপক রাজনৈতিক চাপের কারণে এফবিআই প্রধান এ কাজ করতে বাধ্য হয়েছেন।

হিলারি ক্লিনটন

গত ২৮ অক্টোবর শুক্রবার এফবিআই পরিচালক জেমস কোমি নতুন করে হিলারির ই-মেইল তদন্তের বিষয়টি মার্কিন কংগ্রেসকে চিঠি লিখে অবগত করেন। পরে তিনি জনসমক্ষে তদন্তের কিছু বিষয় তুলে ধরেন। আর এরপরই ওই ঘোষণাকে কেন্দ্র করে ডেমোক্র্যাট শিবিরের রোষানলে পড়ে তদন্ত সংস্থাটি। ডেমোক্র্যাটদের দাবি, এফবিআই নির্বাচনকে প্রভাবিত করছে। আর তদন্তের ঘোষণাকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের মাত্র কয়েকদিন আগে হিলারির ইমেইল পুনঃতদন্তে নেওয়া এফবিআই-এর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বুধবার অনলাইন সংবাদমাধ্যম নাউ দিজ নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেছেন, অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এফবিআই প্রধান বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রচলিত নিয়মের লঙ্ঘন। এর আগে গত সোমবারের সাক্ষাৎকারেও ওবামা বলেছিলেন, কেন এফবিআই হিলারির ইমেইল পুনঃতদন্তের সিদ্ধান্ত নিলো, তার জবাব তীব্র সমালোচনার মুখে পড়া এফবিআই পরিচালক জেমস কোমিকেই দিতে হবে।

বুধবারের সাক্ষাৎকারে ওবামা দাবি করেন, হিলারি ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ভুল করেছেন। কিন্তু এর মাধ্যমে তিনি কোনও অপরাধমূলক কাজ তিনি করেননি। কংগ্রেসও এ বিষয়ে তদন্ত করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। এফবিআই-এর অতীত অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে ব্যক্তিগত সার্ভারে অফিসিয়াল ই-মেইল ব্যবহারকে হিলারির ‘অনিচ্ছাকৃত ভুল’ বলেও মন্তব্য করেন ওবামা। সূত্র: বিবিসি, আল জাজিরা, দ্য গার্ডিয়ান।

/এমপি/