সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের প্রতি ট্রাম্পের ‘কৃতজ্ঞতা’ প্রকাশ

ডোনাল্ড ট্রাম্পের টুইটমার্কিন যুক্তরাষ্ট্রের সব সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। টুইট বার্তায় কয়েক জনের ছবি সম্বলিত একটি ছবিও পোস্ট করেন তিনি। তিনি টুইট বার্তায় উল্লেখ করেছেন, ‘যারা আমাদের সশস্ত্র বাহিনীতে কাজ করেছে আজ আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ডোনাল্ড ট্রাম্পের টুইটঅন্য এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘নিউ ইয়র্কে বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত সময় পার করছি। খুব শিগগিরই কয়েকজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আমাদের সরকার পরিচালনা করবেন।’

এর আগে ভিন্ন এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘নির্বাচনের পর যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তারা দেশের প্রতি ভালোসাবা ও আবেগ থেকেই এমনটি করছেন। আমাদের এই বিষয়টিকে ভালোবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই এবং গর্বিত হতে চাই।’

যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরাযদিও গত বৃহস্পতিবার ট্রাম্প টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘এই বিক্ষোভ ‘অনুচিত’ এবং বিক্ষোভকারীরা ‘ভাড়াটে’।’

এছাড়া গণমাধ্যমের উসকানিতেই বিক্ষোভকারীরা এমন ‘অন্যায়’ বিক্ষোভ করছে। যা গণমাধ্যমগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন বৃহস্পতিবারের টুইট বার্তায়।

/এসএনএইচ/