ভারতে বিয়ের আসরে হিন্দু মহাসভা নেত্রীর গুলিতে প্রাণহানি

ভারতের হরিয়ানা রাজ্যে এক বিয়ের আসরে অল ইন্ডিয়া হিন্দু মহাসভা নেত্রীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। অভিযুক্ত হিন্দু মহাসভা নেত্রী সাধ্বী দেবা ঠাকুর এবং তার ৬/৭ বন্দুকধারী দেহরক্ষীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার বিকেলে হরিয়ানার এক বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হিন্দু মহাসভার ভাইস-প্রেসিডেন্ট স্বঘোষিত আধ্যাত্মিক গুরু সাধ্বী দেবা ঠাকুর। এ সময় সাধ্বী এবং তার দেহরক্ষীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

তরুণী ওই সাধ্বী ডিজেতে গান চলাকালে নাচতে নাচতে আনন্দে শূন্যে গুলি ছোঁড়া শুরু করেন। তার সঙ্গে থাকা সশস্ত্র সঙ্গীরাও গুলি ছুঁড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় আচমকা একটি গুলি লাগে বরযাত্রীর সঙ্গে আসা পাত্রের খালা সুনীতার (৫০) দেহে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

আহত অমরজিত, বিনোদ, অনিল এবং মনস্বীকে (১১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিতে হতাহতের ঘটনায় মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় অভিযুক্ত সাধ্বী দেবা ঠাকুর এবং তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে বন্দুক নিয়ে দ্রুত পালিয়ে যান। এ নিয়ে উপস্থিত লোকজন সাধ্বী দেবা ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

/এমপি/