দিল্লিতে ৪.২ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পভারতের রাজধানী দিল্লি ও এর সংলগ্ন বৃহস্পতিবার ভোরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ২। ভূমিকম্পটি এক মিনিটের মতো স্থায়ী হয়। তবে প্রাথমিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক  প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে দিল্লি ও সংলগ্ন গুরগাঁও, ফরিদাবাদ, নয়দা ও গাজিয়াবাদ এলাকা কেঁপে উঠে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানা রাজ্যের রেওয়ারি জেলার বাওয়াল এলাকা থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দিল্লিতে আঘাত হানে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প। অবশ্য তাতে উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

/এমপি/