ব্রিটেনের ট্রাম্প-কূটনীতিতে ‘গোপন অস্ত্র’ হচ্ছেন রানি


nonameট্রাম্প প্রশাসনের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক চাইছে যুক্তরাজ্যের থেরেসা মে’র বর্তমান সরকার। আর সেই সম্পর্ক প্রতিষ্ঠায় তারা ব্রিটেনের রানিকে ব্যবহার করতে চাইছে। সানডে টাইমস-এর এক খবরে এসব কথা উঠে এসেছে। 

সানডে টাইমস-এর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নৈকট্য পেতে রানিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে  থেরেসা মে’র সরকার। সানডে টাইমস জানিয়েছে, আসছে বছরের জুন অথবা জুলাই মাসে রানির আমন্ত্রণ পেতে পারেন ট্রাম্প। 

উল্লেখ্য, ব্রেক্সিট প্রশ্নে ইউরোপীয় উইনিয়নের সঙ্গে সম্পর্কের অবনতির পর এবার মার্কিন প্রশাসনের সঙ্গে দ্রিবপাক্ষিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে ব্রিটেন। তারই অংশ হিসেবে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে। 

/বিএ/