ট্রাম্প হবেন নামমাত্র প্রেসিডেন্ট: স্নোডেন



এডওয়ার্ড স্নোডেনমার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেশটির সর্বময় ক্ষমতার আধার হিসেবে মানতে রাজি নন এডওয়ার্ড স্নোডেন। সোমবার নিজের এমন অবস্থানের কথা জানান ইউএস ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক এ ঠিকাদার। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প হবেন নামমাত্র প্রেসিডেন্ট। একইসঙ্গে মার্কিন নাগরিকদের ওপর দেশটির নজরদারির আরও ডাটা ফাঁস করার কথা বলেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক এ সদস্য।

এডওয়ার্ড স্নোডেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট একটা গুরুত্বপূর্ণ পদ। তবে এটা অনেকগুলো গুরুত্বপূর্ণ পদের একটি।

বর্তমানে রাশিয়ায় নির্বাসনে আছেন এডওয়ার্ড স্নোডেন। সেখান থেকে স্টকহোমে এক ইন্টারনেট কনফারেন্সে ভিডিও লিঙ্কে তিনি এসব কথা বলেন। ৩৩ বছরের স্নোডেনের মাথায় ঝুলছে যুক্তরাষ্ট্রের বিচারের খড়গ। অবশ্য ইতোপূর্বে তিনি সুষ্ঠু বিচারের নিশ্চয়তা পেলে দেশে ফিরতে নিজের অনাপত্তির কথাও জানিয়েছিলেন।

২০১৩ সালে কয়েক হাজার গোপন মার্কিন নথি প্রকাশ করে আলোচনায় উঠে আসেন সাবেক এ গোয়েন্দা কর্মী। এতে উঠে আসে নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন সরকারের নজরদারির কাহিনী।

স্নোডেন বলেন, ট্রাম্প প্রশাসন তাকে গ্রেফতারের চেষ্টা চালাবে-এমন চিন্তায় তিনি উদ্বিগ্ন নন। বরং নথি ফাঁস অব্যাহত থাকবে। তার ভাষায়, ‘আমি পরোয়া করি না। বাস্তবতা হচ্ছে, হ্যাঁ! ডোনাল্ড ট্রাম্প সিআইএ’তে একজন নতুন পরিচালক নিয়োগ দিয়েছেন; যিনি আমাকে এটা বলার জন্য সুনির্দিষ্ট উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন যে, ভিন্নমতাবলম্বীদের হত্যা করা উচিত। কিন্তু আমি যদি কাল একটি বাস অথবা ড্রোন দ্বারা আক্রান্ত হই কিংবা একটা বিমান থেকে ছিটকে পড়ি সেটা কি আপনি জানতে পারবেন? আসলে এটা আমার কাছে খুব বড় বিষয় নয়। কারণ ইতোমধ্যে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলে নিরুৎসাহিত বোধ না করারও পরামর্শ দেন স্নোডেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/