অবশেষে ট্রাম্প প্রশাসনে স্থান পেলেন সেই অশ্বেতাঙ্গ ভারতীয় নারী

nonameগুঞ্জন ছিল তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন। এ নিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা পর্যায়ে প্রথম অ-শ্বেতাঙ্গ নারী হিসেবে জায়গা করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,  নিজের সমালোচক মিট রমনিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করার পর এবার আরেক সমালোচক নিকি হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে ঘোষণা করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলিনার গভর্নর নিকিকে ‘পরীক্ষিত চুক্তি বাস্তবায়নকারী’ হিসেবে উল্লেখ করে সাবেক এ সমালোচকের প্রশংসাও করেছেন ট্রাম্প।

নির্বাচনি প্রচারণা চলার সময় ট্রাম্পের বিরুদ্ধে সরব ছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি। রিপাবলিকান পার্টির উদীয়মান এ নেত্রী যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম গভর্নর। তার বয়স ৪৪ বছর। বুধবার (২৩ নভেম্বর) নিকিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দেন ট্রাম্প। বিজ্ঞপ্তিতে বলা হয়, অঙ্গরাজ্য কিংবা দেশের স্বার্থে কোনও নীতিমালা বাস্তবায়নের জন্য দল ও শ্রেণীর ঊর্ধ্বে উঠে লোকজনকে একত্রিত করার পরীক্ষিত রেকর্ড রয়েছে গভর্নর হ্যালির।

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (নিকি) একজন পরীক্ষিত চুক্তি বাস্তবায়নকারী এবং আমরা প্রচুর চুক্তি করার কথা ভাবছি। আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রকে তুলে ধরার ক্ষেত্রে তিনি মহত্বর ভূমিকা করবেন।’

এর আগে, গত শুক্রবার কট্টর সমালোচক রমনিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। রমনি ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কট্টর রুশবিরোধী হিসেবে পরিচিত তিনি। তাকে মনোনীত করার পদক্ষেপকে রিপাবলিকান স্টাবলিশমেন্টের সঙ্গে ট্রাম্প শিবিরের সংযোগপ্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন ট্রাম্প। আর তার আগেই ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের মনোনীত করার কাজ চলছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/