চীনে বিদ্যুৎকেন্দ্র ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০

Chinaচীনে একটি বিদ্যুৎকেন্দ্র ধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪০ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রাথমিকভাবে ২২ জনের প্রাণহানির কথা বলা হয়েছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পূর্বাঞ্চলীয় জিয়ানঝি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন ফেংচেং ওয়ার্ক সেফটি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনভিত্তিক সংবাদমাধ্যম সাংহাই ডেইলি।

কর্তৃপক্ষ জানায়, নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের নিচতলার কুলিং টাওয়ার ধসের ফলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় সেখানে ৬৮ জন উপস্থিত ছিলেন। এদের অনেকে ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃক্ষ।

জিয়ানঝি’র প্রাদেশিক ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩২টি ফায়ার ট্রাক ও ২১২ জন প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে। সূত্র: বিবিসি, সাংহাই ডেইলি।

/এমপি/