ফের সচল ইন্দিরা গান্ধী বিমানবন্দর

nonameঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী দিল্লি। বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান-রেল ও সড়ক পরিষেবা। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। ০১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে এ সিদ্ধান্ত হয়। দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় কার্যক্রম স্থগিতের এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বেলা বাড়ার পর কুয়াশার প্রকোপ কমে গেলে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

কর্মকর্তারা জানান, দিল্লিমুখী বিভিন্ন বিমান ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করতে না পেরে গন্তব্য পরিবর্তন করে।

এদিকে ঘন কুয়াশার কারণে অন্তত ৫০টি ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

/এমপি/