রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে হ্যাকিং, ২০০ কোটি রুবল চুরি

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে ২০০ কোটি রুবল (৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার) চুরি করেছে একদল হ্যাকার। রুশ কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার তাদের অর্থ চুরি হওয়ার তথ্যটি প্রকাশ করে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আর্তোম সাইচিয়োভ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সাইবার হামলাকারীরা প্রায় ৫০০ কোটি রুবল চুরি করে নেওয়ার চেষ্টা করেছিল। তবে তারা তাতে সফল হতে পারেনি।’ 

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভুয়া তথ্য ব্যবহার করে ওই হ্যাকাররা অর্থচুরি করে। আর্তোম সাইচিয়োভ বলেন, ‘হ্যাকাররা একজন গ্রাহকের কাগজপত্র জাল করে চুরির ঘটনাটি ঘটায়।’ সাইচিয়োভ জানান, তারা প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার চুরি যাওয়া অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছেন। 

রুশ কর্তৃপক্ষের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থা সাইবার হামলা ও ভুয়া সোশ্যাল মিডিয়া প্রতিবেদনের মাধ্যমে রাশিয়ার ব্যাংক খাত ধ্বংস করতে চাইছে। তবে অর্থ চুরির পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আগেই ব্যর্থ করতে সমর্থ হয়েছেন বলেও সাইচিয়োভ উল্লেখ করেন।

সাইবার অপরাধীরা আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক সুইফটে (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) ভুয়া অনুরোধ পাঠিয়ে বিভিন্ন ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়। এ প্রবণতা রোধে, অর্থাৎ সাইবার অপরাধীদের খুঁজে বের করতে এখন বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়। প্রায় ১ বিলিয়ন ডলার চুরির চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হয়। ওই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/