করাচির রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ৬৫

nonameপাকিস্তানের বন্দরনগরী করাচির রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬৫ জন। সোমবার ভোরে করাচির শাহরাহ্‌ ই ফয়সাল এলাকার ওই আবাসিক হোটেলের নিচতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পুরো ছয়তলা ভবনে ছড়িয়ে পড়ে।

আগুনের কারণে হোটেলের অনেক অতিথি তাদের নিজ নিজ কক্ষে আটকা পড়েন। পরে তিন ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে অনেকে হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে আঘাত পেয়েছেন। এছাড়া ছিটকে আসা কাচের আঘাত এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আহতদের জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার জরুরি বিভাগের প্রধান ড. সিমিন জামালি জানান, অগ্নিকাণ্ডে আহত অন্তত ৬৫ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একাধিক বিদেশিও রয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

অগ্নিকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মাসুদ। আরেক ক্রিকেটার ইয়াসিন মুর্তজা ভবনের তিনতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। তার গোড়ালি ভেঙে গেছে। ছিটকে আসা কাচের আঘাতে আহত হয়েছেন কারামত আলী। কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নিতে তারা করাচি গিয়ে ওই হোটেলে উঠেছিলেন। সূত্র: ডন, দুনিয়া নিউজ।

/এমপি/