‘আম্মা’র বিশ্বস্ত পানিরসেলভাম তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী

তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার স্থলাভিষিক্ত হলেন তার বিশ্বস্ত রাজনৈতিক সহচর ও পানিরসেলভাম। জয়ললিতা সোমবার রাত সাড়ে ১১টায় চেন্নাইয়ের অ্যাপোলো হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জয়ললিতার সঙ্গে পানিরসেলভাম

তামিলনাড়ুতে ‘আম্মা’ বলে পরিচিত জয়ললিতা মারা যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই রাত ১টা ২০ মিনিটে রাজ ভবনে শপথ গ্রহণ করেন পানিরসেলভাম। তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর সি বিদ্যাসাগর। ৩২ সদস্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে শপথ বাক্য পাঠ করে শপথ গ্রহণ করে।

এর আগে ৬৮ বছর বয়সে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়ললিতা। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, জয়ললিতা সোমবার রাত ১১টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। এর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’

রবিবার বিকেল পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা। তখন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় জয়ললিতাকে।

এর আগে ২২ সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। তারপর অবস্থার অবনতি হয় তার। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর সেরেও ওঠেন। জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। দলের তরফে যেদিন তার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার খবর ঘোষণা হয়, সেদিনই বিকেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তামিলনাড়ুতে সমর্থকদের কাছে জয়ললিতা ‘আম্মা’ হিসেবে পরিচিত। তার মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

২০১৪ সালেই ‘আম্মা’র বিশ্বস্ত সহচর পানিরসেলভামকে পরবর্তী নেতা হিসেবে নির্বাচন করে রেখেছিল রাজ্যে ক্ষমতাসীন পার্টি এআইএডিএমকে। সেই অনুযায়ীই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পানিরসেলভাম।

জয়ললিতার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে সাত দিনের শোক ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তিনদিনের জন্য বন্ধ রাখা হবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/