পাকিস্তানে ৪৭ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

পাকিস্তান এয়ারলাইন্সের বিমান৪৭ জন আরোহী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিত্রাল থেকে ইসলামাবাদের পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিখোঁজ হয়। প্রাথমিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে ফ্লাইটটি নিখোঁজের কথা বলা হয়। পরে পুলিশ জানায়, বিমানটি ‘বিধ্বস্ত’ হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সিনিয়র পুলিশ কর্মকর্তা লাইক শাহ জানান, প্রদেশের হাভেলিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।

পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে। ৪টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

চিত্রল বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটিতে পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ জুনাইদ জামশেদ সপরিবারে ছিলেন। বিমানটির যাত্রীদের মধ্যে বিদেশিসহ ৩১ জন পুরুষ, নয়জন নারী ছিলেন। তাদের সঙ্গে ছিল আরও দুই শিশু। সূত্র: ডন।

/এফইউ/এমপি/