সন্দেহভাজন আইএস জঙ্গি মুসাকে জিজ্ঞাসাবাদ করতে এফবিআই কলকাতায়

কলকাতায় এফবিআইসন্দেহভাজন জঙ্গি মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাত সদস্য এখন ভারতের কলকাতা শহরে অবস্থান করছেন।

বৃহস্পতিবার কলকাতার ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এনআইএ) দফতরে পৌঁছায় এফবিআই দল। তারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে কলকাতায় আটক মোহাম্মদ মুসিরুদ্দিন ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড আবেদন করলে আদালত তা গ্রহণ করে।

চলতি বছরে জুলাই মাসে বর্ধমান রেল স্টেশন থেকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মুসাকে গ্রেফতার করে। মুসা তখন নিজেকে বীরভূমের অধিবাসী বলে উল্লেখ করেছিল।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের ৬ নাগরিকসহ ৩০ জনের বিরুদ্ধে ১৬ জুলাই খাগড়াগড় মামলার চার্জ গঠন করা হয়। ওই ৬ বাংলাদেশি নাগরিকই জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র সদস্য। তাদের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং সিআইডি মিলিতভাবে গ্রেফতার করে।

এর আগে চলতি বছরের আগস্টে বাংলাদেশের একটি তদন্ত দল মুসাকে জিজ্ঞাসাবাদ করেছিল। ২৫ বছর বয়সী মুসার বিরুদ্ধে তরুণদের আইএস-এর জঙ্গি মতবাদে আকৃষ্ট করার অভিযোগ রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।  

/এসএ/বিএ/