ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

বঙ্গোপসাগরের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা

 

 

nonameসমুদ্রসীমায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, কলকাতায় দুই দেশের কোস্টগার্ডের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে নিরাপত্তা ইস্যু প্রাধান্য পেয়েছে।
























ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।  বিপরীতে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছেন তাদের কোস্টগার্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ডের ইন্সপেক্টর জেনারেল কে আর নাউটিয়াল।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৈঠকে নৌ-সীমায় সতর্কতা, বঙ্গোপসাগরের নিরাপত্তা প্রশ্নে সুনির্দিষ্টি আলাপ হয়েছে। ভারত সেই নিরাপত্তা ইস্যুতে প্রায়োগিক ভূমিকা পালন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
দুই দেশের কোস্টগার্ড সুসম্পর্কের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে।
/বিএ/