দালাই লামার মঙ্গোলিয়া সফরের পর সীমান্ত বন্ধ করল চীন

মঙ্গোলিয়া জানিয়েছে, চীন দেশ দুটির মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে সীমান্তের উভয়দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার মঙ্গোলিয়া সফরের এক সপ্তাহের মধ্যেই চীন সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিলো। 

চীন-মঙ্গোলিয়া সীমান্ত

শতশত ট্রাক দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মঙ্গোলিয়ার হাড়-কাপানো ঠাণ্ডায় গান্টস মোদ সীমান্তে আটকে রয়েছে।

শনিবার মঙ্গোলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ট্রাক কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত ওই সীমান্তে অপেক্ষা করছে, যেখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস।

বৌদ্ধ অধ্যুষিত মঙ্গোলিয়ায় দালাই লামাকে ধর্মীয় আধ্যাত্মিক নেতা হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু চীনের দৃষ্টিতে দালাই লামা একজন ‘বিচ্ছিন্নতাবাদী’, যিনি তিব্বতের স্বাধীনতা অভিযানে সমর্থন আদায় করেন।

বেইজিং ১৯৫৯ সালে দালাই লামাকে নির্বাসনে পাঠায়। তখন থেকেই তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছেন। সেখানে একটি নির্বাসিত সরকারও গঠন করেন। দালাই লামা ২০১১ সালে রাজনীতি থেকে আনুষ্ঠানিক অবসরে যান।

সূত্র: আল-জাজিরা।  

/এসএ/