মুক্তিযুদ্ধে শহীদ বিএসএফ সদস্যদের শ্রদ্ধা জানালো বিজিবি

nonameভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর যে সদস্যরা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রবিবার (১২ ডিসেম্বর) মেঘালয়ার কিলাপাড়ায় অবস্থিত ওয়ার মেমোরিয়ালে বিএসএফ-এর সঙ্গে যৌথভাবে ওই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজিবি সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে একটি দল মেঘালয়ের ওই ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন। ভারত-বাংলাদেশ সীমান্তে ওই মেমোরিয়ালটি অবস্থিত। সেখানে ১৯৭১ সালে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারানো ৯ বিএসএফ সদস্যের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
বিএসএফ-এর মেঘালয় ফ্রন্টিয়ারের এক অফিসিয়্যাল বিবৃতিতে বলা হয়, ‘বিজিবির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিলাপাড়ায় পৌঁছেছেন মেজর জেনারেল হোসেন। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় দালু-তুরা সড়কে পাকিস্তানের কৌশলগত নিয়ন্ত্রণ রুখে দিতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।’
বিএসএফ-এর বিবৃতিতে বলা হয়, ‘মেঘালয়া ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল পিকে দুবি বিজিবির মহাপরিচালক এবং তার দলকে অভ্যর্থনা জানান।স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেসময় তিনি প্রয়াত মোহাম্মদ আশফাকের অবদানের কথাও স্মরণ করেন। ময়মনসিংহ এর মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দিতে পাকিস্তানি বিমান বাহিনীর সদস্যদের উদ্বুদ্ধ করেছিলেন। এ স্মৃতিফলক দুর্বিপাক, দুঃখকষ্ট ও বীরত্বের কাহিনী বহন করছে।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘রবিবার সংক্ষিপ্ত সফরের সময় দুই সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডাররা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন এবং সেগুলো মীমাংসার জন্য বন্ধুত্বপূর্ণভাবে পরস্পরকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছেন।'

/এফইউ/বিএ/