টুইট করে আটক হলেন তুরস্কের শীর্ষ অনুসন্ধানী সাংবাদিক

nonameমত প্রকাশের অধিকার হরণের ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে তুরস্কের এক শীর্ষ অনুসন্ধানী সাংবাদিককে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার আটকের খবর নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ওই সাংবাদিকের নাম আহমেত শিক। টুইটারে দেওয়া এক পোস্টের কারণে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদী প্রচারণা’র অভিযোগ আনা হয়েছে। এর আগে একবার কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন ওই সাংবাদিক।

ব্যক্তিগত টুইটারে আটকের কথা জানিয়েছেন আহমেত শেক নিজেই। ‘আমি আটক হয়েছি। একটি টুইটের কারণে আমাকে প্রসিকিউটরের অফিসে নেওয়া হয়েছে।’

চলতি মাসের মাঝামাঝি সময়ে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কর্মরত অলাভজনক সংস্থা—কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের হিসেব মতে চলতি বছর (২০১৬) এখন পর্যন্ত গ্রেফতার করেছে ২৫৯ জন সাংবাদিককে। ওই রিপোর্টে বলা হয়েছে, এ বছরে সবচেয়ে বেশি পরিমাণ সাংবাদিককে গ্রেফতার, আটক বা বন্দি করেছে তুরস্ক। দেশটিতে এ বছর কমপক্ষে ৮১ জন সংবাদিককে গ্রেফতার, আটক বা কারাবন্দি হয়েছেন। 

তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা জারি হয়। ওই অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটিতে হাজার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। বন্ধ করা হয় বেশকিছু সংবাদমাধ্যম।

সিপিজে’র রিপোর্টে বলা হয়, ‘তুরস্কে ২০১৬ সালের শুরু থেকেই গণমাধ্যমের স্বাধীনতা ছিল অবরুদ্ধ। দেশটির সরকার সাংবাদিকদের গ্রেফতার ও হয়রানি করেছে। একইসঙ্গে বেশকিছু সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে বা সেগুলোর দায়িত্বভার নিজেরাই নিয়ে নিয়েছে।’

/বিএ/