জঙ্গি হামলার আশঙ্কায় ভারতে ইসরায়েলের ‘নিরাপত্তা সতর্কতা’

 

nonameভারতে বর্ষবরণের অনুষ্ঠানে বিদেশি নাগরিকদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। সম্ভাব্য জঙ্গি হামলার ‘সুনির্দিষ্ট হুমকি’র ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে তারা।
ভারত তরুণ ইসরায়েলিদের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। বিশেষ করে বাধ্যতামূলক সামরিক কার্যক্রম শেষ করার পর তারা ভারতে আসতে খুব আগ্রহ বোধ করেন।
সন্ত্রাস প্রতিরোধের নামে পরিচালিত ইসরায়েলি সংস্থা কাউন্টার টেররিজম ব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে ওই সতর্কতা জারি করা হয়। কাউন্টার টেররিজম ব্যুরো ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে পরিচালিত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে কাউন্টার টেররিজম ব্যুরোর বিবৃতির সূত্রে বলা হয়েছে, ভারতে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের বর্ষবরণের দিনের আনুষ্ঠানিক উদযাপন ও জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। সমুদ্র সৈকতের পার্টি, ক্লাব আর বাজারের মতো প্রতিষ্ঠান এড়িয়ে চলতে বলা হয়েছে।
তবে সন্ত্রাস দমন ব্যুরো এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি।
/বিএ/