স্বাগত ২০১‌৭: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ

বিশ্বের প্রথম বৃহৎ শহর হিসেবে ২০১৭ সালকে বরণ করে নিল নিউ জিল্যাণ্ডের অকল্যান্ড।

শহরের কেন্দ্রস্থলের ১ হাজার ফিটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে দেশটি।

নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে। আন্তর্জাতিক সময়-মানের সবথেকে কাছাকাছি অবস্থান করা বড় শহর হিসেবে প্রতিবার এই ভাগ্য অকল্যান্ডেরই।

বৃহৎ শহরগুলোর বাইরে পোলেনেশিয়া,সামোয়া, টাঙ্গা এবং কিরিবাতিতেই আন্তর্জাতিক সময় মান অনুযায়ী ১০:০০ জিএমটি-তে বর্ষবরণ সম্পন্ন হয়েছে।

এবারের বর্ষবরণের আয়োজনকে ঘিরে রেখেছে জঙ্গিহ হামলার আতঙ্ক। বিশ্বজুড়ে নেওয়া হয়েছে কড়া সতর্কতামূলক ব্যবস্থা।

/বিএ/