সান্তা ক্লজ সেজে এসেছিল ইস্তানবুলের হামলাকারী






বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে তুরস্কের ইস্তানবুল নগরীর নৈশ ক্লাবে হামলা চালানো ব্যক্তি সান্তা ক্লজের পোশাক পড়ে ঘটনাস্থলে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবে সংঘটিত ওই হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার পরপর এ হামলা চালায় সন্ত্রাসীরা।



তুর্কি এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজি নতুন বছরের পার্টি শুরুর প্রাক্কালে ইস্তাম্বুলের অভিজাত এলাকা ওরটাকয়ের রেইনা নাইটক্লাবে সশস্ত্র হামলা চালানো হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই হামলা হয়। দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মমভাবে নববর্ষ উদযাপনরত নিরীহ লোকজনের ওপর গুলি চালায়।’ ইস্তানবুলের গভর্নর ভ্যাসিপ শাহিন জানান, বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
নৈশ ক্লাবে গুলির এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন প্রাদেশিক গভর্নর। গভর্নর বলছেন, এক ব্যক্তি এই হামলা চালিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলছেঠ, তুরস্কের সম্প্রচার মাধ্যমে এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রচার করা হয়েছে। ওই ফুটেজে সান্তা ক্লজের পোশাক পড়া এক ব্যক্তিকে দেখা গেছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তুর্ক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছে, হামলাকারী সান্তা ক্লজের পোশাকে ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। এদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করে।
সম্প্রতি ধারাবাহিক জঙ্গি হামলার কবলে পড়েছে তুরস্ক। হামলার আশঙ্কায় এরই মধ্যে প্রায় ১৭ হাজার পুলিশ দায়িত্বে নিয়োজিত ছিল। ইস্তানবুলে ছিল উচ্চ সতর্কতা। তারপরও এই হামলা সংঘটিত হলো। এর মাত্র কিছুদিন আগেই আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন পুলিশ কর্মকর্তা মেভলুত মের্ত আলতিনতাস।
/বিএ/