ইস্তানবুল হামলার ‘নেপথ্য কারণ জানালো আইএস’

nonameতুরস্কের ইস্তানবুলে নৈশ ক্লাবের হামলার ‘নেপথ্য কারণ জানিয়েছে আইএস’। ‘আইএস-এর বিবৃতি’র সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তুরস্কের বিরুদ্ধে মুসলমানদের রক্ত ঝরানোর অভিযোগ তুলে ওই হামলা করা হয়েছে। আর গার্ডিয়ানের খবরে তুরস্কের বিরুদ্ধে খ্রিস্টানদের সুরক্ষা দেওয়া এবং নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয়েছে।
আইএস-এর বিবৃতির সূত্রে বিবিসি লিখেছে, আইএস-এর দেওয়া এক বিবৃতি তাদের হাতে এসেছে। বিবৃতিতে আইএস জানিয়েছে, তাদের ‘একজন বীর সৈনিক’ ওই হামলা চালিয়েছেন। তুরস্ক মুসলমানদের রক্ত ঝরাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে ওই বিবৃতিতে।
তুর্কি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইস্তানবুলের নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করে আইএস একটি বিবৃতি দিয়েছে। আইএস-এর নামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, তুরস্কে ক্রুশের সুরক্ষাকারীদের বিরুদ্ধে আইএস পরিচালিত পবিত্র অভিযানের ধারাবাহিকতায় ইস্তানবুল হামলা চালানো হয়েছে। খিলাফতের একজন বীর সৈনিক এমন এক সুবিখ্যাত নৈশ ক্লাবে হামলা চালিয়েছে, যেখানে খ্রিস্টানরা ইসলামবিরোধী ছুটির দিন কাটায়।
ইস্তানবুলের রেইনা নৈশক্লাবে শনিবার দিবাগত রাত ১টার পরপর এ হামলা চালায় সন্ত্রাসীরা।হামলার নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই হামলা হয়। দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মমভাবে নববর্ষ উদযাপনরত নিরীহ লোকজনের ওপর গুলি চালায়।’
সম্প্রতি তুরস্কে ধারাবাহিক জঙ্গি হামলাগুলোর সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি বলছে, গত বছরের অন্তত ২ টি হামলায় তাদের সংশ্লিষ্টতা ছিল।

/বিএ/