দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে ইসরায়েলি পুলিশের জিজ্ঞাসাবাদ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী সারাদুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

ইসরায়েলের আইন মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার নেতানিয়াহুকে জেরুজালেমে তার বাসভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। ‘ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া বিশেষ সুযোগ-সুবিধা’ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ওই জিজ্ঞাসাবাদের আগে নেতানিয়াহু নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন। তিনি সংবাদমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে বলেন, ‘উৎসব করা বন্ধ করুন। আমার কিছুই হবে না। কারণ আমি কিছুই করিনি।’

ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা অন্যায়ভাবে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার ডলার মূল্যের উপহার গ্রহণ করেছেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় পুলিশকে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিহাই ম্যানডেলব্লিট। দেশটির আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যথাসময়ে এ তদন্তের বিস্তারিত জানানো হবে।

সূত্র: বিবিসি।

/এসএ/