ব্রেক্সিট আলোচনার আগেই ইইউ-তে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদত্যাগ

স্যার ইভান রজার্সব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনার ঠিক আগে ইইউ-তে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ও শীর্ষস্থানীয় কূটনীতিক স্যার ইভান রজার্স পদত্যাগ করেছেন।
ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে ইইউ-র সঙ্গে মঙ্গলবারের আলোচনায় রজার্সের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি একটি ব্যক্তিগত বার্তা ফাঁস হলে ব্যাপক চাপের মধ্যে পড়েন তিনি। ওই বার্তায় তিনি লিখেছিলেন, ইইউ ছেড়ে আসতে ব্রিটেনের এক দশক লেগে যেতে পারে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর রজার্সের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাজ্য পার্লামেন্টের ব্রেক্সিট সিলেক্ট কমিটির প্রধান লেবার এমপি হিলারি বেন বলেন, ‘পদত্যাগের জন্য এটা এক সংকটপূর্ণ সময়। অন্য কারও হাতে এই দায়িত্ব তুলে নেওয়াটা খুবই কষ্টকর হবে।’  
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগেই জানিয়েছেন, চলতি বছর মার্চের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের প্রক্রিয়া শুরু করবে ব্রিটেন। লিসবন চুক্তির ৫০তম ধারা কার্যকরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছিলেন রজার্স। তিনি পদত্যাগ করায় এখন অন্য কারও ওপর নির্ভর করতে হচ্ছে থেরেসা মে-কে।

জ্যেষ্ঠ ব্রিটিশ কর্মকর্তা ইভান রজার্সকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত ইইউ-তে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু গত মাসে তার এক ব্যক্তিগত বার্তা ফাঁস হয়, যেখানে তিনি বলছেন, ‘ইউকে-ইইউ বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে ১০ বছর লেগে যেতে পারে।’ ওই বার্তা ফাঁসের পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রজার্স। তার সঙ্গে ডাউনিং স্ট্রিটের সম্পর্কেও ফাঁটল ধরে।

/এসএ/ এপিএইচ/