২০১৬ সালে ইরাকে অন্তত ৬৮৭৮ বেসামরিক নিহত: জাতিসংঘ

বাস্তুচ্যুত ইরাকি জনগণইরাকের জাতিসংঘ মিশন (ইউএনএএমআই) জানিয়েছে, দেশটিতে ২০১৬ সালে বিভিন্ন সংঘর্ষে অন্তত ৬ হাজার ৮৭৮ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৩৮৮ জন।

তবে ইউএনএএমআই জানিয়েছে, তাদের এই হিসাবে মে, জুলাই, আগস্ট এবং ডিসেম্বরে পশ্চিম আনবারে হওয়া সংঘর্ষে হতাহতদের যুক্ত করা হয়নি।

জাতিসংঘের মাসিক প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বরে অন্তত ৩৮৬ জন বেসামরিক ব্যক্তি সংঘর্ষে নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১ হাজার ৬৬ জন।

সাম্প্রতিক হত্যাকাণ্ডে সবচেয়ে এগিয়ে রয়েছে নিনেভাহ প্রদেশ। যেখানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে মসুল নগরীকে মুক্ত করতে শিয়া ও কুর্দি বাহিনীর সহায়তায় লড়াই করছে ইরাকের সরকারি বাহিনী।

ডিসেম্বরে মসুলে অন্তত ২০৮ জন বেসামরিক ইরাকি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫১১ জন। অপরদিকে, রাজধানী বাগদাদে নিহত হয়েছেন অন্তত ১০৯ জন। আহত হয়েছেন আরও অন্তত ৫২৩ জন।

উল্লেখ্য, জাতিসংঘের তথ্যমতে ২০০৮ সাল থেকে ইরাকে অন্তত ৫৪ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।    

সূত্র: আল-জাজিরা।

/এসএ/