তুরস্কে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের একটি আদালতের বাইরে বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে এক পুলিশ সদস্যসহ অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে। তৃতীয় হামলাকারীকে খুঁজছে পুলিশ।

হামলায় আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তুরস্কের টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে ঘটনাস্থলে অনেক গাড়ি জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণস্থলের দিকে দ্রুতবেগে ছুটে যায় অ্যাম্বুলেন্স।

ইজমির শহরের এ হামলা এমন এক সময়ে চালানো হলো যখন থার্টিফার্স্ট নাইটে একটি নাইটক্লাবে চালানো হামলার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক। ওই হামলায় নিহত হন ৩৯ জন। আহত হন কমপক্ষে ৬৯ জন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। হামলার দায় স্বীকার করেছে আইএস। সূত্র: আল জাজিরা।

/এমপি/