হ্যারডস-এর সামনে ধোঁয়া বোমা, গ্রেফতার দুই

nonameলন্ডনের বিখ্যাত চেইন শপ 'হ্যারডস ডিপার্টমেন্ট স্টোর'-এর সামনে ধোঁয়া বোমা নিক্ষেপের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৬ জানুয়ারি হ্যারডসের সামনে একটি বিক্ষোভের সময় ওই ধোঁয়া বোমা ছোঁড়া হয়।

টিপস নিয়ে বিরোধের জেরে রেস্টুরেন্টটির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এর ডজনখানেক কর্মী। এতে সেন্ট্রাল লন্ডনের নাইটসব্রিজ এলাকার রাস্তায় অবরোধের তৈরি হয়।

ইউনাইটেড ভয়েসেজ অব দ্য ওয়ার্ল্ড (ইউভিডব্লিউ) নামের এই সংগঠনটির অভিযোগ, ভোজনকারী ব্যক্তিদের দেওয়া নগদ অর্থের ৭৫ শতাংশই রেখে দেয় হ্যারডস।

মেট্রোপলিটন পুলিশ বলছে, এ ঘটনায় ১৮ বছরের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপরাধমূলক ক্ষতি এবং একজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর বয়স ৫১ বছর। হ্যারডস বলছে, তারা প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ ব্যবস্থা পর্যালোচনা করছে। সূত্র: দ্য টেলিগ্রাফ।

/এমপি/