বাগদাদে আইএস-এর বোমা হামলায় নিহত ১২

সবজি বাজারে চালানো হয় হামলাইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি বাজারে গাড়ি বোমা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী সাদ মান জানান, এক নিরাপত্তাবাহিনীর সদস্য সন্দেহজনক একটি গাড়িতে গুলি চালালে গাড়ির চালক ওই বিস্ফোরণ ঘটায়।

জঙ্গি সংগঠন আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিতে ওই হামলার দায় স্বীকার করেছে। শিয়া অধ্যুষিত সদর সিটি জেলার সবজি বাজারে ওই হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বাগদাদের শিয়া অধ্যুষিত জেলাগুলোয় আইএস প্রতিনিয়ত হামলা চালিয়ে আসছে। গত ২ জানুয়ারি একই রকম এক বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হন।

সম্প্রতি আইএস ইরাকে ব্যাপক আক্রমণের সম্মুখীন হয়। মসুল অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শিয়া মিলিশিয়ারাও অংশ নিচ্ছেন। মূলত ওই অভিযানের মুখেই আইএস আত্মঘাতী হামলার পরিসর বাড়িয়েছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা।

/এসএ/