ডুবন্ত জাহাজ থেকে ২৬ উত্তর কোরীয়কে বাঁচালো জাপানের কোস্ট গার্ড

ডুবন্ত উত্তর কোরীয় জাহাজপূর্ব চীন সাগরে উত্তর কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজ থেকে ২৬ জনকে উদ্ধার করেছে জাপানের কোস্ট গার্ড। উদ্ধারকৃতরা সবাই উত্তর কোরিয়ার নাগরিক।  

কোস্ট গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাতে জাপানের গোটো দ্বীপপুঞ্জ থেকে ৩৮ কিলোমিটার দূরে ডুবন্ত জাহাজটি থেকে সাহায্যের সংকেত পাঠানো হয়। কোস্ট গার্ড যখন জাহাজটির কাছে পৌঁছায়, তখন জাহাজের ক্রুরা ‘লাইফ বোটে’ উঠছিলেন।

ওই মুখপাত্র আরও জানিয়েছেন, জাহাজের সকল ক্রু সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার সকালে জাহাজটি পুরোপুরি তলিয়ে যায়।  

উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের আনুষ্ঠানিক কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তাই এখনও ওই ক্রুদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।  

২০১৫ সালে ১২টিরও বেশি ভুতুরে জাহাজ জাপানের উপকূলবর্তী এলাকায় দেখা যায়। জাহাজগুলো ভেতর গলিত মরদেহ পাওয়া যায়। ধারণা করা হয়, ওই জাহাজগুলো উত্তর কোরিয়া থেকেই এসেছিল।

সূত্র: সিএনএন।

/এসএ/