মসুলে বিমান হামলায় ৩০ বেসামরিক ব্যক্তি নিহত

আইএস-এর বিরুদ্ধে চলছে ইরাকি বাহিনীর অভিযানইরাকের মসুলের ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি জেলায় চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার মসুলের পশ্চিমাঞ্চলে বিমান থেকে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটির জ্যেষ্ঠ নেতা হারবি আবদেল কাদেরের বাড়িতে ওই হামলা চালানো হয়। তবে তখন আবদেল কাদের বাড়িতে ছিল না। হতাহতদের মধ্যে তার পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন বলে জানা গেছে।

ওই বিমান হামলাটি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট চালিয়েছে, নাকি ইরাকি বাহিনী চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, মসুলের টাইগ্রিস নদীর পশ্চিমের অংশ এখনও আইএস জঙ্গিদের দখলে রয়েছে। তবে পূর্বের প্রায় পুরোটাই মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতায় ইরাকি বাহিনীর দখলে এসেছে। ইরাকে এটাই আইএস-এর শেষ শক্ত ঘাঁটি।

সূত্র: রয়টার্স।

/এসএ/